সেরি আ বাতিলের বিপক্ষে ইতালির ফুটবল প্রধান

করোনাভাইরাস পরিস্থিতিতে এরই মধ্যে বাতিল হয়ে গেছে ইউরোপের কয়েকটি লিগ। তবে এখনই সেরি আ বাতিলের পক্ষে নন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গাব্রিয়েলে গ্রাভিনা। স্থগিত হয়ে যাওয়া লিগ যেভাবেই হোক, পুনরায় শুরু করার লক্ষ্য তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 07:16 PM
Updated : 30 April 2020, 07:28 PM

মৌসুম আবার শুরু করা না গেলে ক্লাবগুলোর আয় অন্তত ৭০ কোটি ইউরো কম হবে বলে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি।

“আমি ফুটবল বিশ্বের স্বার্থ রক্ষা করি। আমি মৌসুম বাতিলের পক্ষে নই, যদি না খেলোয়াড়, কোচিং স্টাফ ও সহযোগীদের স্বাস্থ্য ঝুঁকি থাকে। তবে কোনো একজনের আমাকে ব্যাপারটা পরিষ্কার করে বলতে হবে।”

“মৌসুম বাতিল হলে আমরা ৭০ থেকে ৮০ কোটি ইউরো হারাব। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলে ক্ষতি হবে ৩০ কোটি ইউরো।”

গ্রাভিনা এখন তাকিয়ে আছেন সরকারের দিকে।

“লিগ বাতিল হলে কত বিষয় আমাদের মোকাবেলা করতে হবে, কল্পনা করতে পারেন? কে রেলিগেশনে যাবে? কে প্রোমোশন পাবে?”

“সবাই মৌসুম বাতিল করার কথা বলছে। আমি চাই সরকারই সিদ্ধান্ত নিক। আমি সবসময় নিয়মকে সম্মান করব।”