করোনাভাইরাস পরীক্ষার পর অনুশীলনে ফিরতে পারবেন মেসিরা

অনুশীলনে ফেরার আগে ক্লাবগুলোর খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার যা অনুমোদন দিয়েছে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়। কোভিড-১৯ পরীক্ষার পরই তাই অনুশীলন শুরু করতে পারবেন লিওনেল মেসি, সের্হিও রামোসরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 05:57 PM
Updated : 30 April 2020, 05:57 PM

করোনাভাইরাসের কারণে মার্চে স্থগিত হওয়া ঘরোয়া ফুটবল মৌসুম আগামী জুনে পুনরায় শুরুর ব্যাপারে আশাবাদী স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, খেলোয়াড়রা আগামী সোমবার থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করতে পারবেন।

ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ক্লাবগুলোর মেডিক্যাল স্টাফ খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করতে পারবেন।

ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন হলো পরিকল্পনার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আট জনের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে করা যাবে অনুশীলন। এরপর হবে পুরো দলের অনুশীলন। যেটি হতে হবে খেলা মাঠে গড়ানোর অন্তত দুই সপ্তাহ আগে।

চতুর্থ ধাপ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত লা লিগা পুনরায় শুরু করা যাবে না। ২০১৯-২০ মৌসুমে লিগের শেষ ১১ রাউন্ড ও কোপা দেল রের ফাইনাল এখনও বাকি রয়েছে।