জাতীয় পুরস্কারজয়ী অ্যাথলেট জাহেদা আর নেই

দীর্ঘদিন অসুস্থ থাকা জাতীয় পুরস্কারজয়ী ক্রীড়া সংগঠক ও অ্যাথলেট কাজী জাহেদা আলী বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 05:57 PM
Updated : 30 April 2020, 05:58 PM

১৯৪২ সালে জন্ম নেওয়া জাহেদা ক্রীড়াবিদ থেকে পরে ক্রীড়া সংগঠকের ভূমিকাতেও ছিলেন সক্রিয়। ১৯৬০ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোর ও পেশোয়ারে অনুষ্ঠিত প্রাদেশিক খেলায় পূর্ব পাকিস্তান দলের হয়ে মহিলা রিলেতে সোনা জয় করেন।

১৯৭৯ সালে রাশিয়াতে অনুষ্ঠিত প্রি অলিম্পিক দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৫ সালের সাফ অ্যাথলেটিক্স দলের ম্যানেজার থাকা জাহেদা ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ছিলেন।

১৯৭৯ সালে জাতীয় পুরস্কার পান জাহেদা। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও অ্যাথলেটিকস ফেডারেশন শোক প্রকাশ করেছেন।