ভেস্তে যাওয়া লিগে চ্যাম্পিয়ন পিএসজি

করোনাভাইরাসের প্রকোপে ফ্রান্স তাদের ২০১৯-২০ মৌসুমের ঘরোয়া ফুটবল বাতিল করে দেওয়ার দুই দিন পর পিএসজিকে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে লিগ কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 04:03 PM
Updated : 30 April 2020, 04:28 PM

গত ১৩ মার্চ দেশটিতে অনির্দিষ্টকালের জন্য ফুটবলের সব প্রতিযোগিতা স্থগিত করা হয়েছিল। তখন ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল পিএসজি; ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। এক ম্যাচ বেশি খেলা মার্সেই ৫৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

বৃহস্পতিবার কনফারেন্স কলে দেওয়া বিবৃতিতে লিগ টু এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে লরিয়েঁকে।

ভেস্তে যাওয়া লিগে থাকছে দুটি করে ক্লাবের রেলিগেশন ও প্রমোশনও। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা তুলুজ ও ২৩ পয়েন্ট নিয়ে ১৯তম দল আমিয়াঁ নেমে যাবে লিগ টুতে। আর ওই প্রতিযোগিতার শীর্ষ দুই দল লরিয়ঁ ও লঁস উঠে আসবে লিগ ওয়ানে।

ফ্রেন্স লিগের প্রধান দিদিয়ে কিয়ো জানান, তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হতে পারে। তবে তারা তাদের সিদ্ধান্তে অটল।

আগামী মৌসুমের ইউরোপিয়ান প্রতিয়োগিতায় কোন কোন দল অংশ নিতে পারবে তা অবশ্য বিবৃতিতে জানানো হয়নি। এই সিদ্ধান্ত জানাতে আগামী ২৫ মে পর্যন্ত তাদের হাতে সময় থাকার কথাও উল্লেখ করেন দিদিয়ে।