কোচ হয়ে রিয়ালে ফেরার লক্ষ্য কানাভারোর

খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন তিন মৌসুম। জিতেছেন দুটি লা লিগা শিরোপা। এবার কোচ হিসেবে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরার লক্ষ্য ইতালির ২০০৬ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া ফাবিও কানাভারোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 04:03 PM
Updated : 29 April 2020, 04:11 PM

২০১১ সালে পেশাদারী ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সালে কোচিংয়ে নাম লেখান সাবেক এই সেন্টার-ব্যাক। বর্তমানে তিনি চায়নিজ ক্লাব গুয়াংজু এভারগ্রান্দের দায়িত্বে আছেন।

কোচিং ক্যারিয়ারেও সর্বোচ্চ চূড়ায় ওঠার লক্ষ্য ৪৬ বছর বয়সী এই ইতালিয়ানের। স্বপ্ন পূরণে পুরনো ঠিকানায় ফেরার ইচ্ছার কথা রিয়াল মাদ্রিদ সমর্থকদের ওয়েবসাইট ‘মাদ্রিদিস্তা রিয়াল’-কে দেওয়া সাক্ষাৎকারে জানান সাবেক ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

“যদি কোচ হতে চান তাহলে সবচেয়ে বড় দলের কথা ভাবতে হবে। আর সেই চূড়া হলো রিয়াল মাদ্রিদ, ইতালির জাতীয় দল অথবা ইউরোপের বড় কোনো ক্লাব।”   

“আমি সেই দিনের অপেক্ষায় কাজ করছি, যেদিন রিয়াল মাদ্রিদের মতো দলের কোচ হতে পারব।”