‘সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো উচিত নয়’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2020 05:51 PM BdST Updated: 29 Apr 2020 07:10 PM BdST
ইউরোপের ঘরোয়া কয়েকটি ফুটবল লিগ পুনরায় শুরু করার পরিকল্পনা করছে সেসব দেশের ফেডারেশন। জার্মানিতে আগেই শুরু হয়েছে অনুশীলন। ইতালি ও স্পেনে অনুশীলন শুরুর দিনক্ষণ প্রায় চূড়ান্ত। জুন-জুলাইয়ের মধ্যে খেলা শুরু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে ফিফার মেডিকেল কমিটির চেয়ারম্যান মিচেল ডি’হুঘের মতে, সেপ্টেম্বরের আগে ফুটবল মাঠে ফেরানো মোটেই ঠিক হবে না।
সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে করোনাভাইরাসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের ‘সবচেয়ে বড় দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই কর্মকর্তা।
“এটি আমার ব্যক্তিগত অভিমত। প্রতিযোগিতামূলক ফুটবল শুরু করার জন্য বিশ্ব এখন প্রস্তুত নয়। আশা করি, বর্তমান অবস্থা দ্রুত পাল্টে যাবে। তবে এখনও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। আমাদের আরও ধৈর্য ধরতে হবে।”
“এই মুহূর্তে লোকজনকে একে অপরের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হচ্ছে। সেখানে ফুটবল খেলায় সবসময় আপনাকে সংস্পর্শে আসতেই হবে। তাই আবার যখন একে অপরের সংস্পর্শে আসা সম্ভব হবে, তখনই কেবল ফুটবল শুরু করা যেতে পারে।”
আগামী ২৫ মের মধ্যে নিজেদের লিগ নিয়ে পরিকল্পনা জানাতে সদস্যভুক্ত ৫৫ ফেডারেশনকে চিঠি দিয়েছে উয়েফা। তবে এরই মধ্যে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও আর্জেন্টিনা তাদের চলতি মৌসুম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ