ভাবিনি কখনও জেলে যেতে হবে: রোনালদিনিয়ো

ফুটবল মাঠ মাতানো রোনালদিনিয়ো যেন জীবনের চরম শিক্ষা পেয়ে গেলেন। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গিয়ে প্রথমে খাটতে হলো কারাবাস, এখন আছেন গৃহবন্দি। এমন তেতো অভিজ্ঞতার পর ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা জানালেন, জীবনে এমন পরিস্থিতিতে পড়বেন, কখনও ভাবেননি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 10:16 AM
Updated : 28 April 2020, 10:25 AM

বার্সেলোনা, পিএসজি ও এসি মিলানের সাবেক মিডফিল্ডার রোনালদিনিয়ো ও তার ভাই রবের্তো আসিস গত ৬ মার্চ গ্রেফতার হন। ৩২ দিন জেলে থাকার পর ১৬ লাখ ডলার জমা দিয়ে জামিন পান বিচারিক কাজ শেষ না হওয়া পর্যন্ত প্যারাগুয়েতেই গৃহবন্দি থাকার শর্তে।

এই ঘটনার পর সোমবার এবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তুলে ধরেন বাজে অভিজ্ঞতার কথা।

“আমি কখনই ভাবিনি যে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। খুব বড় ধাক্কা।”

“আমাদের কাছে যে ডকুমেন্টগুলো ছিল, তা আসল নয় জেনে অবাক হয়েছিলাম। তখন থেকে আমাদের উদ্দেশ্য ছিল, বিষয়গুলো পরিষ্কার করতে বিচার ব্যবস্থাকে সহায়তা করা।”

প্যারাগুয়েতে যাওয়ার উদ্যেশ্য সম্পর্কেও জানান রোনালদিনিয়ো।

“আমি প্যারাগুয়েতে এসেছিলাম একটি অনলাইন ক্যাসিনোর উদ্বোধন ও একটি বইয়ের মোড়ক উন্মোচনে অংশ নিতে। সবকিছুই আমরা চুক্তির মধ্যে থেকে করি আর এসব কিছু আমার ভাই দেখাশুনা করে।”

“আমার সবসময় বিশ্বাস ছিল এবং সবসময় প্রার্থনা করি, যেন সবকিছু ভালোভাবে হয়। আশা করি, এসব কিছু দ্রুত মিটে যাবে।”