অনুশীলনে ফিরছেন রোনালদো-বুফ্ফনরা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যাওয়া ইউরোপিয়ান ফুটবল মৌসুম ভেস্তে যাওয়ার শঙ্কা বাড়ছে ক্রমশ। এরই মাঝে ইতালি ঠিক করেছে সেরি আর ক্লাবগুলোর অনুশীলনে ফেরার সময়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 09:18 AM
Updated : 27 April 2020, 09:32 AM

ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু হবে আগামী ৪ মে। আর দলগত অনুশীলন শুরু করা যাবে ১৮ মে থেকে। ইতালিতে লকডাউন শিথিল করার পরিকল্পনার কথা জানিয়ে রোববার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে।

আশা করা হচ্ছে, আগামী ২৭ মে থেকে ২ জুনের মধ্যে পুনরায় শুরু হতে পারে সেরি আর ২০১৯-২০ মৌসুম। আর মৌসুম শেষ হতে পারে অগাস্টের শুরুর দিকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

গত ৯ মার্চ থেকে স্থগিত আছে ইতালির শীর্ষ ফুটবল লিগ। সেরি আর বেশ কয়েকজন খেলোয়াড় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।