স্মৃতিময় সেই পদক নিলামে তুলবেন আসিফ

যে পদক দিয়ে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন আসিফ হোসেন খান, দেশের মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সেই পদক এবার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ২০০২ কমনওয়েলথ গেমসে সোনা জেতা এই শুটার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 02:58 PM
Updated : 24 April 2020, 02:59 PM

ম্যানচেস্টারের সেই আসরে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন আসিফ। এ ইভেন্টে দেশের হয়ে প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র সোনা জয়ের কীর্তি তার। প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে স্মৃতিময় পদকটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ।

“দেখুন, আমার এই পদকটা দেশের মানুষের জন্যই। এই পদক দিয়েই একসময় মানুষের মুখে হাসি ফুটিয়েছি। এই দুঃসময়ে পদকটা দিয়ে যদি কিছু মানুষের মুখে খাবার জোটাতে পারি, তাহলে এরচেয়ে ভালো আর কি হতে পারে।”

“আমার চাওয়া মানুষ এগিয়ে আসুক। আরও খেলোয়াড়, কোচ, সবাই যদি এগিয়ে আসে, কিছু মানুষের খাবার জোটে, তাহলে তো ভালো। হ্যাঁ, পদকটা আমার, কষ্ট আমার, কিন্তু হাসিটা তো দেশের মানুষের। দোয়াটাও তাদের। আমি যে বিমানে চড়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি, অনুশীলন করেছি, সেটা তো তাদের ট্যাক্সের পয়সায়। তাদের কাছেও তো আমার কিছু ঋণ রয়ে গেছে।”

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাট নিলামে তোলা দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানালেন আসিফ। বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে কোচের দায়িত্বে থাকা সাবেক এই শুটার নিলামের প্রক্রিয়া সম্পর্কে জানাশোনাদেরও তাকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

“সবার কাছে আমার অনুরোধ, এই নিলামের বিষয়টা আমি জানি না। সাকিবের ওটা দেখে, বাবার সঙ্গে কথা বলে এই ভাবনাটা এসেছে। নিলামের ভালো একটা পথ দয়া করে আমাকে দেখিয়ে দেবেন, যাতে করে ভালো একটা দাম পাওয়া যায় এবং আরও বেশি মানুষের মুখে হাসি ফোটে।”