সেরি আর সময় বাড়ল

করোনাভাইরাসের ছোবলে থমকে যাওয়া ফুটবল মৌসুম আবার কবে শুরু হবে, তার নিশ্চয়তা নেই। তবে ঘরোয়া লিগগুলো শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, জানানো হয়েছে আগেই। সে লক্ষ্যে ইতালির ফুটবলের শীর্ষ লিগ সেরি আর চলতি মৌসুম শেষ হওয়ার সময় বাড়ানো হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 01:56 PM
Updated : 24 April 2020, 01:56 PM

ইতালিয়ান লিগের ২০১৯-২০ মৌসুম শেষের নির্ধারিত সময় ছিল ৩০ জুন। মেয়াদ বাড়ানো হয়েছে ২ অগাস্ট পর্যন্ত। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গাব্রিয়েলে গ্রাভিনা বৃহস্পতিবার জানান, এই বাড়তি সময় ক্লাবগুলোকে বাকি মৌসুম শেষ করার সুযোগ দেবে।

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া লিগগুলোর চলতি মৌসুম শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করার সুপারিশ করেছে উয়েফা। যারা শেষ করতে পারবে না, তাদের দেওয়া হয়েছে গাইডলাইনও।

ইউরোপের আরেক শীর্ষ লিগ বুন্ডেসলিগা আগামী ৯ মে শুরু করা হতে পারে বলে জানিয়েছে জার্মান ফুটবল লিগ। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত আছে জার্মান ফুটবলের শীর্ষ প্রতিযোগিতাটি।