অসহায়দের সহায়তায় একাট্টা নেইমার-আলিসনরা

কোভিড-১৯ মহামারীতে কঠিন পরিস্থিতিতে পড়া মানুষদের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হয়েছেন নেইমার, আলিসনসহ ব্রাজিলের প্রথম সারির ফুটবলাররা। দেশটির ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সঙ্গে মিলে প্রায় ১০ লাখ ডলার অনুদান দিচ্ছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2020, 10:29 AM
Updated : 23 April 2020, 11:05 AM

বার্সেলোনার সাবেক রাইট-ব্যাক দানি আলভেসসহ দেশটির ফুটবলার ও বোর্ডের স্টাফসহ ৫৭ জন মিলে দিয়েছেন প্রায় চার লাখ ৬৩ হাজার ডলার।

সিবিএফের ওয়েবসাইটে এক ভিডিও পোস্টে নেইমার বিষয়টি নিশ্চিত করেন।

“এমন কঠিন সময়ে অনেক পরিবারের সাহায্য দরকার, আমাদের সাহায্য।”

এই অর্থে ৩২ হাজার পরিবারকে দুই মাসের খাদ্য ও স্যানিটারি পন্য দেওয়া সম্ভব বলে জানিয়েছেন সিবিএফ প্রেসিডেন্ট রোজেরিও কাবোকলো।

লাতিন আমেরিকায় কোভিড-১৯ মহামারী সবচেয়ে মারাত্মকভাবে আঘাত হেনেছে ব্রাজিলে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজারের বেশি, মারা গেছেন দুই হাজার ৭৪১ জন।