‘রোনালদো নয়, ইউভেন্তুসের সেরা দিবালা’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2020 07:50 PM BdST Updated: 22 Apr 2020 08:18 PM BdST
সময়ের অন্যতম সেরা ফুটবলার তিনি। এক দশকের বেশি সময় ধরে প্রতিপক্ষ ডিফেন্ডার-গোলরক্ষকদের কাছে বিভীষিকার নাম। সেই ক্রিস্তিয়ানো রোনালদোকে নিজ দলের সেরা খেলোয়াড় ভাবেন না তার ইউভেন্তুস সতীর্থ দগলাস কস্তা।
ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের চোখে ইউভেন্তুসের সেরা খেলোয়াড় পাওলো দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলের মূল খেলোয়াড় হিসেবে দেখেন কস্তা। এর পরের অবস্থানে রোনালদো।
করোনাভাইরাসের কারণে ইতালির শীর্ষ লিগ সেরি আ-সহ বিশ্বের প্রায় সব ক্রীড়া ইভেন্ট বন্ধ। কোচ, খেলোয়াড়রা সবাই কাটাচ্ছেন ঘরবন্দি জীবন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব উপস্থিতি তাদের। এই যেমন ইন্সটাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে ইউভেন্তুসের সেরা খেলোয়াড়ের প্রশ্নে দিবালাকে বেছে নিলেন কস্তা।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর থেকে দলটির আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন রোনালদো। ক্লাবটিতে অভিষেক মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। এবারের সেরি আতেও এখন পর্যন্ত সর্বোচ্চ ২১ গোল করেছেন পর্তুগিজ তারকা, দিবালার চেয়ে যা তিন গুণ বেশি।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চেয়ে দিবালাকে এগিয়ে রাখায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন কস্তা। হয়ে উঠেছেন হাসির পাত্র।
এক সমর্থক যেমন লিখেছেন, “হ্যাঁ, দগলাস কস্তা, রোনালদোর চেয়ে ভালো দিবালা।” এরপর জুড়ে দিয়েছেন একটি বিদ্রুপাত্মক ইমোজি।
আরেক সমর্থক এমন তুলনাতে যেতেই নারাজ। উল্টো গালি দিয়েছেন কস্তাকে।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টি বিরতির পর প্রথম বলেই আউট আফিফ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ