করোনাভাইরাস: স্টেডিয়ামের নাম স্বত্ব দান বার্সেলোনার

ঋণে জর্জরিত লা লিগার চ্যাম্পিয়নরা। করোনাভাইসের জন্য তীব্র হয়েছে সঙ্কট। মোকাবেলার জন্য খেলোয়াড়-কোচদের বেতন কাটার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। তবুও নিজেদের স্টেডিয়ামের নাম স্বত্ব বিক্রির কথা ভাবেনি কখনও। এবার সেই সিদ্ধান্তই নিল বার্সেলোনা। তবে নিজেদের জন্য নয়, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 04:18 PM
Updated : 21 April 2020, 04:18 PM

বার্সেলোনার স্টেডিয়ামটি ‘কাম্প নউ’ নামে পারিচিত। ১৯৫৭ সালে চালু হওয়ার পর কখনও এর নাম পরিবর্তন হয়নি। কাতালুনিয়ার দলটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের নাম স্বত্ব বিক্রি করতে যাচ্ছে। অর্জিত অর্থের পুরোটাই ব্যয় হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।

কাম্প নউ এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ৯৯ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির নাম স্বত্ব ২০২০-২১ মৌসুমের জন্য বিক্রি করবে বার্সেলোনা। অর্জিত অর্থ ক্লাবের চ্যারিটিবল ফাউন্ডেশনে দান করবে। কোথায় সেই অর্থ দেওয়া হবে, সেটা দেখবে এই ফাউন্ডেশন।    

বিশ্বে এ পর্যন্ত চারটি দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ হাজারের বেশি করে মানুষ মারা গেছে। স্পেন তার অন্যতম।