ভক্তের কাছে মেসির জার্সির ভাণ্ডার

লিওনেল মেসি নতুন কোনো জার্সি পরলেই হলো, সঙ্গে সঙ্গে অমন একটা জার্সি চাই-ই চাই। এক দশকের বেশি সময় ধরে এমন করতে করতে জার্সি জমে গেছে দুইশ। তবুও আক্ষেপ কাটছে না সুরিয়া উইজাইয়ার। জার্সির এই চমকপ্রদ ভাণ্ডারে মেসির নিজের পরা একটা জার্সিও যে নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 08:41 AM
Updated : 20 April 2020, 08:41 AM

মেসির আর্জেন্টিনা ও বার্সেলোনার জার্সি জমানোর গল্প মার্কাকে শুনিয়েছেন ইন্দোনেশিয়ার সুরিয়া।

“আমার কাছে এখন এমন ২০০ জার্সি আছে। এজন্য গত ১১ বছরে আমি আনেক অর্থ ও সময় ব্যয় করেছি। এই শখের জন্য অনেকেই আমাকে পাগল বলে। তবে আমি তাদের বলি, এটা আমার জীবন, আমার ভালোবাসা।”

“কিছু জার্সি আমি ইন্দোনেশিয়ার বাজার থেকে কিনেছি, তবে বেশির ভাগই অনলাইনের মাধ্যমে কেনা। তারা আমার কাছে পাঠিয়ে দেয়। সব জার্সিই আসল। তবে মেসি পরে খেলেছেন এমন জার্সি আমার কাছে নেই।”

ফুটবলের প্রতি, আর্জেন্টিনা আর বার্সেলোনার প্রতি সুরিয়ার ভালোবাসা পুরনো। সেই হুয়ান রোমান রিকেলমে দিয়ে যে আবেগের শুরু।

“রিকেলমেকে খুব পছন্দ করতাম।  মেসির আগে থেকেই আমি বার্সেলোনা ও আর্জেন্টিনার সমর্থক।”