আমার আরও গোল করা উচিত ছিল: রুনি

প্রায় দেড় দশক খেলেছেন ইংল্যান্ডের হয়ে। এক যুগেরও বেশি সময় ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই জার্সিতেই গড়েছেন সর্বোচ্চ গোলের রেকর্ড। যদিও নিজেকে সহজাত স্কোরার ভাবেন না ওয়েইন রুনি। তবে ক্যারিয়ার লম্বা হওয়ায় আরও গোল করা তার উচিত ছিল বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 12:27 PM
Updated : 19 April 2020, 12:27 PM

ইউনাইটেডের হয়ে ক্লাব রেকর্ড ২৫৩ গোল রুনির নামের পাশে। দেশের হয়ে করেছেন সর্বোচ্চ ৫৩ গোল। দুই জায়গাতেই ভেঙেছিলেন স্যার ববি চার্লটনের রেকর্ড।

সানডে টাইমসে নিজের লেখা কলামে ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তি তুলে ধরেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“এটা আপনাকে অবাক করতে পারে, তবে আমি সহজাত স্কোরার নই। আমি কখনোই গ্যারি লিনেকার বা রুড ফন নিষ্টলরয়ের মত ছিলাম না।”

বাল্যকালের ক্লাব এভারটন ছেড়ে ২০০৪ সালে ১৬ বছর বয়সে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেন রুনি। ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটির হয়ে খেলেন ৫৫৯ ম্যাচে। আর দেশের হয়ে খেলেছেন ১২০ ম্যাচ।

“ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের হয়ে গোলের রেকর্ড আমার দখলে। এজন্য আমি গর্বিত-আমার চেয়ে আরও ভালো স্ট্রাইকার ছিল।”

রেকর্ড গড়তে পারার পেছনে লম্বা ক্যারিয়ারের ভূমিকা দেখছেন বর্তমানে দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টিতে খেলা সাবেক এই তারকা।

“আমি ইউনাইটেডের হয়ে খেলেছি ১৩ বছর, ১৫ বছর খেলেছি ইংল্যান্ডের হয়ে। রেকর্ড দুটি ভাঙার মত সময় আমার হাতে ছিল। পেছন তাকালে বুঝতে পারি, আমার আরও গোল করা উচিত ছিল।”

রুনির বিশ্বাস, ইংল্যান্ডের হয়ে করা তার রেকর্ড ভাঙতে বেশিদিন সময় নেবে না টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড হ্যারি কেইন।