করোনাভাইরাস: ১ লাখ মানুষের পাশে ইতো

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাবেক ও বর্তমান অনেক ক্রীড়াবিদ। সেই কাতারে এবার যোগ দিলেন বার্সেলোনা ও ক্যামেরুনের সাবেক ফুটবলার সামুয়েল ইতো। নিজ দেশের এক লাখ মানুষকে সাহায্য করবেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 10:18 AM
Updated : 17 April 2020, 10:18 AM

ক্যামেরুনে একটি ফাউন্ডেশন চালান ইতো। সংকটময় এই সময়ে দেশের চারটি শহরের ৫০ হাজার পরিবারকে সাবান, স্যানিটাইজার ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া দেশের ট্যাক্সি ড্রাইভারদের দেওয়া হবে ৫০ হাজার মাস্ক।

সামুয়েল ইতো ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “এই কঠিন মানবিক বিপর্যয়ের সময়ে যথাযথ স্যানিটাইজেশন ও হেল্থ কিটস বিতরণের মাধ্যমেই কেবল করোনাভাইরাস প্রতিরোধ করা যেতে পারে।”

চারবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা ইতোকে এর আগে করোনাভাইরাস সচেতনতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা গেছে। সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম-নিদের্শনা মেনে চলার পরামর্শ দেন তিনি।