রেকর্ডের মালায় মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের প্রমাণ

কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? উত্তর হয়তো কখনোই মিলবে না। তবে দুজনই যে সময়ের দুই সেরা ফুটবলার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এক যুগ ধরে ফুটবলে রাজত্ব করছেন তারা। কেউ গোল করার অসাধারণ দক্ষতা দিয়ে, কেউ বা দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে। দুর্দান্ত সব রেকর্ডই কথা বলে তাদের হয়ে। তা নিয়েই এই আয়োজন।

আবু হোসেন পরাগবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 07:13 AM
Updated : 17 April 2020, 07:14 AM

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোল:

রোনালদো- ৪৪০

মেসি-রোনালদোর চেয়ে মাত্র দুই গোল পেছনে আছেন মেসি, ৪৩৮  (ম্যাচপ্রতি ০.৯২ গোল)। এই দুজন যদি লিগে গোল আর নাও করেন এবং হ্যারি কেইন যদি আগামী ১০ বছরের প্রতি মৌসুমে ৩০ গোল করে করেন, তবুও তিনি রোনালদোর রেকর্ড থেকে চার গোল দূরে থাকবেন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ গোল (সব প্রতিযোগিতা মিলিয়ে):

মেসি- ৭৩ (২০১১-১২)

রোনালদো- ৬১ (২০১৪-১৫)

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন যুগ্মভাবে লিভারপুলের দুই ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও সাদিও মানে এবং আর্সেনালের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং (তিন জনই ২২ গোল করে)। তাদের গত লিগের গোল সমান করলেও মেসির রেকর্ড থেকে তা সাত গোল কম!

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো একক মৌসুমে সর্বোচ্চ লিগ গোল (১৯৪৫ থেকে):

মেসি- ৫০ (২০১১-১২)

রোনালদো- ৪৮ (২০১৪-১৫)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে ৪০ এর বেশি গোল করতে পেরেছেন মেসি-রোনালদো ছাড়া কেবল একজন- ইয়োসিপ স্কোবলার (মার্সেইয়ের হয়ে ১৯৭০-৭১ মৌসুমে ফরাসি লিগে ৪৪ গোল করেছিলেন সাবেক ক্রোয়াট ফরোয়ার্ড)। মেসি এই কৃতিত্ব দেখিয়েছেন তিনবার, রোনালদো দুইবার।

সবচেয়ে বেশি টানা মৌসুমে ৫০ গোল:

রোনালদো- ৬ বার (২০১০-১১ থেকে ২০১৫-১৬)

মেসি- ৩ (সব মিলিয়ে ৬)

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে মৌসুমে ৫০ বা এর বেশি গোল করতে পেরেছেন মেসি-রোনালদো ছাড়া কেবল চার জন- ডিক্সি ডিন (এভারটনের হয়ে এক মৌসুম), ইসিদ্রো লাঙ্গারা (রিয়াল ওভেইদো), লুইস সুয়ারেস (বার্সেলোনার হয়ে এক মৌসুম) ও কিংবদন্তি জার্ড মুলার (বায়ার্ন মিউনিখের হয়ে টানা পাঁচ মৌসুম)।

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (ক্লাব ও দেশের হয়ে):

মেসি-৯১ (২০১১)

রোনালদো- ৬৯ (২০১২)

এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা অবশ্য রোনালদোর দখলে, ৩২ (মেসি ২৫ গোল)।  

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল:

রোনালদো- ১২৮ (সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও পর্তুগিজ তারকার, ৪০টি)

মেসি- ১১৪ গোল নিয়ে তালিকার দুইয়ে (দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার, ৩৫টি।

চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর আধিপত্য স্পষ্ট হয় এই পরিসংখ্যানে: শুধু নকআউট পর্বেই ৬৫ গোল করেছেন রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক:

রোনালদো (রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস)- ৮

মেসি (বার্সেলোনা)- ৮

ফিলিপ্পো ইনজাগি (ইউভেন্তুস, এসি মিলান)- ৩

মারিও গোমেস (বায়ার্ন মিউনিখ)- ৩

লুইস আদ্রিয়ানো (শাখতার দোনেৎস্ক)- ৩

চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল:

রোনালদো- ১৭ (২০১৩-১৪)। তালিকার পরের দুটি স্থানেও তিনি; যথাক্রমে ১৬ ও ১৫।

মেসি- ১৪ (২০১১-১২)

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ সাতবার (টানা ছয়) গোল্ডেন বুট জয়ের রেকর্ডও রোনালদোর। পাশাপাশি একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটিতে টানা ১১ ম্যাচে গোল করার কীর্তি আছে তার।

সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়:

মেসি- ৬

রোনালদো- ৫

বর্ষসেরার এই পুরস্কার আর কেউ তিনবারের বেশি জিততে পারেননি। মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ ও মার্কো ফন বাস্তেন জেতেন তিনবার করে।

সর্বোচ্চ ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ডস:

মেসি- ৬

রোনালদো- ৪

ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শু আর কেউ দুইবারের বেশি জিততে পারেননি।

সর্বোচ্চ হ্যাটট্রিক (ক্লাব ও দেশের হয়ে):

রোনালদো-৫৬

মেসি- ৫২ বার হ্যাটট্রিক করে বার্সেলোনা অধিনায়ক তালিকার দ্বিতীয় স্থানে।

লা লিগায় সর্বোচ্চ ৩৬টি হ্যাটট্রিকের রেকর্ড মেসির। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটা মেসির স্বদেশি সের্হিও আগুয়েরোর, ১২ হ্যাটট্রিক।

আরও রেকর্ড:

# ইউরোপিয়ান হিসেবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোল রোনালদোর, ৯৯। ইরানের আলি দাইয়ের বিশ্ব রেকর্ড থেকে রোনালদো পিছিয়ে আছেন মাত্র ১০ গোল। পর্তুগিজ তারকা তার ৯৯ গোলের ৪৭টিই করেছেন বয়স ত্রিশ হওয়ার পরে। যা আগুয়েরোর আন্তর্জাতিক ক্যারিয়ারের মোট গোলের চেয়েও ৬টি বেশি।

# আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ৪১ দলের বিপক্ষে গোলের রেকর্ডের মালিকও রোনালদো।

# টানা ১০টি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করা প্রথম ফুটবলার রোনালদো (৪টি ইউরো, ৪টি বিশ্বকাপ, ২টি কনফেডারেশন্স কাপ)।

# টানা ১০ মৌসুমের প্রতিটিতে ৪০ এর বেশি গোল করা একমাত্র খেলোয়াড় মেসি।

# দুটি ভিন্ন জয়ী দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড় রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ)।

# ৪৩৮ গোল নিয়ে লা লিগার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। ৩১১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো (অবিশ্বাস্যভাবে ম্যাচপ্রতি তিনি করেছেন ১.০৭ গোল)।

# একমাত্র খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে একক কোনো প্রতিপক্ষের বিপক্ষে ১০ গোল করার কীর্তি আছে রোনালদোর। দলটি হলো রোনালদোর বর্তমান ঠিকানা ইউভেন্তুস।

# ইংল্যান্ড, স্পেন ও ইতালির শীর্ষ লিগের শিরোপা জেতা প্রথম খেলোয়াড় রোনালদো।

# ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশিবার জায়গা করে নেওয়ার রেকর্ড যুগ্মভাবে মেসি ও রোনালদোর (১৩)। 

মেসি বনাম রোনালদো: যত ট্রফি

 

রোনালদো

মেসি

ঘরোয়া লিগ

১০

ঘরোয়া কাপ

চ্যাম্পিয়ন্স লিগ

মহাদেশীয় শিরোপা (আন্তর্জাতিক)

অলিম্পিক

ব্যালন ডি’অর

দা বেস্ট ফিফা

উয়েফা বর্ষসেরা

ইউরোপিয়ান গোল্ডেন শু

ঘরোয়া গোল্ডেন বুট

চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট

মোট

৪০

৪৮