খেলেই শিরোপা জিততে চান বার্সা কোচ

নভেল করোনাভাইরাসের প্রকোপে এবারের লা লিগা মৌসুম ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে। তেমনটা হলে লিগ টেবিলের শীর্ষে থাকায় সেরার মুকুট পেতে পারে বার্সেলোনা। তবে মাঠে লড়াই করেই শিরোপা জিততে চান দলটির কোচ কিকে সেতিয়েন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 05:31 PM
Updated : 15 April 2020, 05:51 PM

প্রাণঘাতী কোভিড-১৯ রোগের কারণে স্থগিত হয়ে আছে অধিকাংশ দেশের ক্রীড়াঙ্গন। ইতোমধ্যে অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট পিছিয়ে গেছে। স্প্যানিশ লিগের ক্ষেত্রেও তেমনটা হলে কী হবে?

২ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকায় হয়তো চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বার্সেলোনাকে। ২৭ রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৮, রিয়ালের ৫৬।

স্পেনের ‘টিভিথ্রি’-কে কাতালান ক্লাবটির কোচ জানান, এভাবে শিরোপা জিততে চান না তারা।

“আমি অবশ্যই খেলতে পছন্দ করব এবং খেলেই চ্যাম্পিয়ন হতে চাইব।”

“কিন্তু বাস্তবতা হলো, পরিস্থিতি একইরকম আছে এবং লিগ মৌসুমের সময় পার হয়ে যাচ্ছে। আমি জানি না, শিরোপার জন্য এটাই(বর্তমানে এগিয়ে থাকা) যথেষ্ট কিনা। আমি নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে ভাবতে চাচ্ছি না।”

বিশ্ববাসীর জন্য কঠিন এই সময়ে শুধু ফুটবল নিয়ে ভাবছেন না সেতিয়েন। সঙ্কটময় এই সময় দ্রুত কেটে যাবে, মানুষ আগের মতো স্বাভাবিক জীবনে ফিরবে-প্রত্যাশা ও প্রার্থনা স্প্যানিশ এই কোচের।

শেষ দিকে, লিগ শিরোপা লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকায় স্বস্তিও ফুটে উঠল সেতিয়েনের কণ্ঠে।

“যদি আমাদের না খেলেই মৌসুম শেষ করতে হয়…যদি আমরা খেলতে পারি, তাহলে তো দারুণ। দেখা যাক, আমরা এগিয়ে থাকতে পারি কি-না।”