বেশি না খাওয়ার চেষ্টায় আজার

সুস্বাদু খাবারের কোনো অভাব নেই। মন চায় এটা-সেটা চেখে দেখতে। তবে নিজেকে সামলে রাখতেই হচ্ছে। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকায় ফিটনেসের দিকেও চোখ রাখতে হচ্ছে। তাই একের পর এক রুটি খাওয়া থেকে নিজেকে বিরতি রাখতে হচ্ছে এদেন আজারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 03:25 PM
Updated : 13 April 2020, 03:48 PM

গত জুনে চেলসি থেকে বের্নাবেউয়ে আসার সময় বাড়তি ওজনের কারণে সমালোচনার মুখে পড়েন বেলজিয়ান এই তারকা। চোটের জন্য মাদ্রিদের ক্লাবটিতে নিয়মিত খেলতে পারেননি। সবশেষে গত মাসের শুরুর দিকে তার ডান পায়ের গোড়ালির গাঁটে করানো হয় অস্ত্রোপচার।

চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের ইচ্ছে মত খাওয়ার সুযোগ নেই। বেলজিয়ামের একটি সম্প্রচার সংস্থাকে (আরটিবিএফ) দেওয়া সাক্ষাৎকারে আজার জানালেন, এটা বেশ ভোগাচ্ছে তাকে!

“এটা আমার জন্য কষ্টকর। চেষ্টা করছি বেশি না খাওয়ার। চেষ্টা করছি ভাঁড়ার ঘরে গিয়ে প্রচুর রুটি খাওয়া থেকে বিরত থাকতে। কিন্তু এটা সহজ নয়।”

“ফিজিওর সঙ্গে ভিডিওর মাধ্যমে কাজ করছি…গোড়ালি শক্তিশালী করার জন্য অনুশীলন করছি। বাসায় থেকে যতটুকু পারা যায়, করছি।”

ফুটবল বন্ধ থাকায় অনেক খেলোয়াড় সন্তানদের ফুটবল টিপস দিচ্ছেন। আজারও সন্তানদের মৌলিক কিছু ব্যাপার দেখাচ্ছেন। তবে নিজেকে নিয়েই বেশি ব্যস্ত তিনি।

“আমি তাদের খুব একটা শেখাতে পারি না। তবে ওদের কিছুটা উন্নতির চেষ্টা করছি… টেকনিকে।”