সাফল্যের জন্য এখন ‘আরও মরিয়া’ পগবা

চোটের কারণে লম্বা সময় ধরে আছেন মাঠের বাইরে। প্রিয় খেলা থেকে দূরে থাকার ব্যাপারটাই সাফল্যের জন্য ‘আরও মরিয়া করে তুলেছে’ পল পগবাকে। কোভিড-১৯ দুর্যোগ পরবর্তী সময়ে দলের সঙ্গে অনুশীলনে ফেরার ব্যাপারে আশাবাদী ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 09:59 AM
Updated : 12 April 2020, 09:59 AM

গত সেপ্টেম্বরের পর থেকে মাত্র দুটি ম্যাচ খেলেছেন পগবা, দুইবারই বদলি হিসেবে। ডিসেম্বরের পর থেকে পুরোপুরি মাঠের বাইরে। জানুয়ারিতে তার পায়ে হয়েছিল অস্ত্রোপচার। দুঃসময় কাটিয়ে এখন ফেরার অপেক্ষায় ২৭ বছর বয়সী এই তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কঠিন সময়ের কথা জানান বিশ্বকাপজয়ী এই ফরাসি ফুটবলার।

"আমি প্রায় সেরে উঠেছি। এখন কেবল দলের সঙ্গে অনুশীলনে ফেরার কথা ভাবছি।"

"আমার ক্যারিয়ারে আগে এমন কিছু কখনও হয়নি। আমি তাই এটাকে সবসময় ভালোভাবে নিই। বিষয়টা আমাকে ঘুরে দাঁড়াতে ও ভালো করতে আরও ক্ষুধার্ত করে তোলে।"

করোনাভাইরাসের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এরপরও অবশ্য শুরু হওয়ার কোনো নিশ্চয়তা নেই। পরিস্থিতি অনুকূলে আসলেই কেবল ফুটবল মাঠে ফিরবে বলে জানানো হয়েছে।