‘বার্সায় মেসির বিকল্প কেবল নেইমার’

কেবল নেইমারই বার্সেলোনায় লিওনেল মেসির বিকল্প হতে পারে বলে মনে করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মাজিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 11:10 AM
Updated : 9 April 2020, 11:16 AM

বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ফরাসি দলটির হয়ে ঘরোয়া সব শিরোপা জিতলেও সেখানে তার সময় আশানুরূপ ভালো কাটছে না বলে গণমাধ্যমের খবর।

গত মৌমুমের শেষের দিকে পুরনো ঠিকানায় ফেরার ইচ্ছার কথা নিজেই জানিয়েছিলেন নেইমার। কাতালান ক্লাবটিও বিভিন্ন সময়ে তাকে ফেরানোর আগ্রহ জানিয়েছে।

অনেকের ধারণা-মেসির ছায়া থেকে বের হতেই কাম্প নউ ছেড়েছিলেন নেইমার। কারণ যেটাই হোক না কেন, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কাম্প নউয়ে ফিরতে প্রস্তুত। বার্সেলোনায় মেসির শূন্যস্থান কেবল ২৮ বছর বয়সী এই তারকাই পূরণ করতে পারেন, রেডিও মার্কাকে নিজের এই বিশ্বাসের কথা জানান ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

“নেইমার যদি আগামীকালকেই ফিরতে পারতো, তাহলে বার্সেলোনা খুব খুশি হতো। সে মেসির বিকল্প হতে পারে। মেসির বিকল্প আর কেউ নেই।”

করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব জায়গায় ফুটবল আপাতত বন্ধ। খেলাধুলা স্থগিত হওয়ার আগে এ মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলে ২২ ম্যাচে ১৮ গোল করেছিলেন নেইমার।