রিয়ালের খেলোয়াড়রাও বেতন কম নিতে রাজি

করোনাভাইসরাসের প্রভাবে তৈরি হতে যাওয়া আর্থিক সঙ্কট সামাল দিতে বেতন কাটার পথ বেছে নিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদও। পরিস্থিতি বিবেচনায় চলতি বছর ১০ থেকে ২০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 07:58 AM
Updated : 9 April 2020, 07:58 AM

বেতন কাটার প্রকৃত পরিমাণটা নির্ধারণ হবে ২০১৯-২০ মৌসুম কীভাবে শেষ হবে তার ওপর। ক্লাব ডিরেক্টরস ও তাদের বাস্কেটবল দলও বেতন কম নিতে রাজি হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানায় রিয়াল।

এরই মধ্যে সঙ্কটকালীন সময়ে ৭০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা। বুন্ডেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, শালকে-০৪, হফেনহাইমের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুসও।