নেইমার ফিরলে স্বাগত জানাবেন সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2020 07:00 PM BdST Updated: 08 Apr 2020 07:31 PM BdST
আগামী মৌসুমে বার্সেলোনায় ফিরবেন নেইমার, যোগ দেবেন লাউতারো মার্তিনেস-এসব গুঞ্জন দিনে দিনে বেড়েই চলেছে। এই দুই ফরোয়ার্ড আসলে একাদশে জায়গা পেতে কঠিন পরীক্ষা দিতে হবে লুইস সুয়ারেসকে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন উরুগুয়ের ফরোয়ার্ড।
বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ফরাসি দলটির হয়ে ঘরোয়া সব শিরোপা জিতলেও সেখানে তার সময় আশানুরূপ ভালো কাটছে না বলে গণমাধ্যমের খবর।
গত মৌমুমের শেষের দিকে পুরনো ঠিকানায় ফেরার ইচ্ছার কথা নিজেই জানিয়েছিলেন নেইমার। কাতালান ক্লাবটিও তাকে ফেরাতে চায়। একই সঙ্গে ইন্টার মিলানের স্ট্রাইকার মার্তিনেসকেও আনার চিন্তাও করছে বার্সেলোনা।
পুরনো সতীর্থ নেইমারকে ফিরে পেতে আগ্রহী সুয়ারেসও। মুন্দো দেপোর্তিভোকে জানিয়েছেন, তার জন্য খোলা আছে দরজা।
“এখনকার খেলোয়াড়দের নিয়ে কথা বলা কঠিন। আজকে বিশ্বের যে পরিস্থিতি, তাতে কে আসতে পারে, বিষয়টা জটিল। কিন্তু আমি বলতে পারি, এই খেলোয়াড়রা কেমন-তারা বড় মাপের খেলোয়াড়।”
“অবশ্যই, নেইমারকে সবাই চেনে এবং ড্রেসিংরুমে তার কদর সম্পর্কে আমরা জানি…তার এখনও অনেক দেওয়ার আছে।”
“লাউতারো এমন একজন ফুটবলার যে ইতালিতে বড় খেলোয়াড় হয়ে উঠেছে। সে একজন ‘নাম্বার নাইন’, যার মুভমেন্ট অসাধারণ এবং এতে বোঝা যায় যে সে স্ট্রাইকার হিসেবে কতটা দুর্দান্ত।”
নেইমার-মার্তিনেস আসলে দলের শক্তি বৃদ্ধি পাবে বলে বিশ্বাস সুয়ারেসের। তৈরি হবে জায়গা ধরে রাখার সুস্থ প্রতিযোগিতা।
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদাকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত