‘মেসিকে ইন্টারে আনা অসম্ভব নয়’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2020 05:13 PM BdST Updated: 07 Apr 2020 05:36 PM BdST
সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির ইন্টার মিলানে যোগ দেওয়া এখন আর অসম্ভব নয় বলে মনে করেন ক্লাবটির সাবেক সভাপতি মাস্সিমো মোরাত্তি।
ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনার হয়ে খেলে আসছেন আর্জেন্টাইন তারকা। ২০২১ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি রয়েছে কাতালান ক্লাবটির। কিন্তু চলতি মৌসুমে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কিছুটা মতবিরোধ হয়েছে রেকর্ড ছয়বার ব্যালেন ডি’ওর জেতা এই ফরোয়ার্ডের। তাতে তার সম্ভাব্য দল-বদলের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।
বার্সেলোনা অধিনায়কের সঙ্গে আগেও ইন্টার মিলানের যোগাযোগ হয়েছে বলে গণমাধ্যমের খবর। মোরাত্তি বিশ্বাস করেন, মেসিকে ইন্টারে নিয়ে আসা কোনো অসম্ভভ স্বপ্ন নয়।
“আমি একেবারেই মনে করি না, এটা নিষিদ্ধ স্বপ্ন…চুক্তির শেষ পর্যায়ে আছে মেসি এবং অবশ্যই তাকে এখানে আনার চেষ্টা করা হবে।”
“জানি না, এই পরিস্থিতি কিছু পরিবর্তন করবে কিনা। তবে আমার মনে হয়, বছরের শেষের দিকে আমরা অদ্ভুত কিছু দেখতে পাব।”
ইন্টার ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসকে বার্সেলোনা দলে ভেড়াতে আগ্রহী বলে সংবাদমাধ্যমের খবর। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইন্টারের সভাপতির দায়িত্বে থাকা মোরাত্তির পরামর্শ, মেসিকে আনতে মার্তিনেসকে বিনিময় চুক্তিতে কাজে লাগাতে পারে ইন্টার।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের