‘মেসিকে ইন্টারে আনা অসম্ভব নয়’

সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির ইন্টার মিলানে যোগ দেওয়া এখন আর অসম্ভব নয় বলে মনে করেন ক্লাবটির সাবেক সভাপতি মাস্সিমো মোরাত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 11:13 AM
Updated : 7 April 2020, 11:36 AM

ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনার হয়ে খেলে আসছেন আর্জেন্টাইন তারকা। ২০২১ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি রয়েছে কাতালান ক্লাবটির। কিন্তু চলতি মৌসুমে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কিছুটা মতবিরোধ হয়েছে রেকর্ড ছয়বার ব্যালেন ডি’ওর জেতা এই ফরোয়ার্ডের। তাতে তার সম্ভাব্য দল-বদলের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।

বার্সেলোনা অধিনায়কের সঙ্গে আগেও ইন্টার মিলানের যোগাযোগ হয়েছে বলে গণমাধ্যমের খবর। মোরাত্তি বিশ্বাস করেন, মেসিকে ইন্টারে নিয়ে আসা কোনো অসম্ভভ স্বপ্ন নয়।

“আমি একেবারেই মনে করি না, এটা নিষিদ্ধ স্বপ্ন…চুক্তির শেষ পর্যায়ে আছে মেসি এবং অবশ্যই তাকে এখানে আনার চেষ্টা করা হবে।”

“জানি না, এই পরিস্থিতি কিছু পরিবর্তন করবে কিনা। তবে আমার মনে হয়, বছরের শেষের দিকে আমরা অদ্ভুত কিছু দেখতে পাব।”

ইন্টার ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসকে বার্সেলোনা দলে ভেড়াতে আগ্রহী বলে সংবাদমাধ্যমের খবর। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইন্টারের সভাপতির দায়িত্বে থাকা মোরাত্তির পরামর্শ, মেসিকে আনতে মার্তিনেসকে বিনিময় চুক্তিতে কাজে লাগাতে পারে ইন্টার।