আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছিল: নেইমার

চোটের সঙ্গে তার সখ্য নতুন নয়। সেই সঙ্গে ব্যক্তিগত নানা সমস্যায় গত কয়েক বছরে অনেক ভুগতে হয়েছে বলে জানিয়েছেন নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 08:55 AM
Updated : 7 April 2020, 06:15 PM

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও সেখানে সময়টা আশানুরূপ কাটছে না নেইমারের। চোটও তাকে খুব ভুগিয়েছে। কয়েক দফায় টানা দুই বা তিন মাস পর্যন্তও থাকতে হয়েছে মাঠের বাইরে।

পিএসজিতে যে তিনি সুখে নেই, তার প্রমাণ মিলেছে অনেকবার। গত মৌসুমে বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। সব মিলে ভোগ অ্যারাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের হতাশার কথা তুলে ধরলেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

"পেশাদার ক্রীড়াবিদের জন্য চোটের চেয়ে মারাত্মক কিছু আর নেই। গত দুই মৌসুমে চোটের আঘাতে আমি খুব ভুগেছি। তখন আমার আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা দিয়েছিল।"

পিএসজির হয়ে সব মিলে ৮০ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন নেইমার। জিতেছেন ঘরোয়া ফুটবলের সব শিরোপা। তবে মূল যে স্বপ্ন নিয়ে ফরাসি ক্লাবটিতে পাড়ি জমিয়েছিলে, সেই চ্যাম্পিয়ন্স লিগ এখনও দলটিকে জেতাতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।