চেলসি ছাড়ছেন ব্রাজিলের উইলিয়ান

ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেননি উইলিয়ান। মৌসুম শেষে তাই চেলসি ছাড়ার কথা জানালেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 07:13 AM
Updated : 6 April 2020, 07:13 AM

ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩১বছর বয়সী তারকা জানান, চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে তার আলোচনা থমকে গেছে, মেয়াদ আর বাড়ছে না।

“চেলসির সঙ্গে, এটা (চুক্তি) শেষ। সবাই জানেন কয়েক মাসের মধ্যে আমার চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি নবায়ন হওয়াটা কঠিন। চেলসি আরও দুই বছর থাকার প্রস্তাব দিয়েছিল, আমি চেয়েছিলাম তিন বছর। আমরা আর কথা বলছি না। আর কোনো আলোচনা হবে না।”

বিভিন্ন সময়ে উইলিয়ানের প্রতি বার্সেলোনার আগ্রহের বিষয়টি খবরে এসেছে। কাম্প নউ হতে পারে তার সম্ভব্য পরবর্তী ঠিকানা। তার প্রতি আগ্রহী হতে পারে পিএসজিও।

২০১৩ সালে চেলসিতে যোগ দেওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও একটি করে এফএ কাপ, লিগ কাপ ও ইউরোপা লিগ জেতেন উইলিয়ান।