ফুটবল মৌসুম শুরু করল তাজিকিস্তান

কভিড-১৯ মহামারীর কারণে বিশ্বের অধিকাংশ দেশে যখন প্রায় সব ধরনের খেলাধুলা বন্ধ, তখন ফুটবলের নতুন মৌসুম শুরু করেছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 05:32 AM
Updated : 5 April 2020, 12:44 PM

তাজিক সুপার কাপে শনিবার দর্শকশূন্য মাঠে ঘুরে দাঁড়িয়ে খুজান্দকে ২-১ গোলে হারায় লিগ চ্যাম্পিয়ন ইস্তিকলল।

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া সঙ্কটের মাঝেও ফুটবল চালিয়ে যাচ্ছে বেলারুশ, নিকারাগুয়া ও বুরুন্ডি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাজিকিস্তানের জনগণকে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে সতর্ক করেছে। যদিও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটিতে এখনো কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

দেশটির রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে মৌসুমের পর্দা ওঠার আগে বিশ্বব্যাপী কভিড-১৯ রোগে প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্টেডিয়ামের খালি গ্যালারিতে বিশাল একটি ব্যানারে লেখা ছিল ‘স্টপ করোনাভাইরাস’।