পেশা-নেশার ব্যবধান ঘুচিয়ে আলোয় ডিফেন্ডার হাফিজুর
মোহাম্মদ জুবায়ের, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2020 11:02 AM BdST Updated: 05 Apr 2020 04:30 PM BdST
করোনাভাইরাসের ছোবলে পুরোপুরি ষষ্ঠ রাউন্ডও শেষ হতে পারেনি। স্থগিত হয়ে আছে প্রিমিয়ার লিগ। এই অল্প সময়ের মধ্যে দ্যুতি ছড়িয়েছেন কয়েকজন তরুণ। ইঙ্গিত দিয়েছেন পাদপ্রদীপের আলোয় উঠে আসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য আজ থাকছে উত্তর বারিধারার ডিফেন্ডার হাফিজুর রহমান তপুর গল্প।
পেশায় বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিজীবী। নেশা ফুটবল খেলার। পেশা ও নেশার মধ্যের ব্যবধান অনেকটা ঘুঁচেছে গত মার্চে; শেষ হয়েছে বিমানবাহিনীর ট্রেনিং পর্ব। তাই আটঘাট বেঁধে প্রিয় ডিফেন্ডার সের্হিও রামোসের মতো হয়ে ওঠার মিশন শুরু করতে পারছেন হাফিজুরও।
বয়স ২০ বছর। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। যশোরের হযরত ফুটবল একাডেমিতে হাতেখড়ি হওয়ার পর শামস-উল হুদা একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণ দিলকুশা, আবাহনী লিমিটেড ঘুরে নোঙর ফেলেছেন উত্তর বারিধারায়। প্রিমিয়ার লিগে দলটির খেলা পাঁচ ম্যাচের মধ্যে রক্ষণ সামলেছেন তিনটিতে।
থিতু হতে পারতেন ঐতিহ্যবাহী আবাহনীতে। তা হয়ে ওঠেনি চাকরির কারণে। ২০১৪ সালে এয়ারটেল রাইজিং স্টারে অংশ নেওয়ার পরের বছর অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে খেলেন আবাহনীর হয়ে। ওই বছর দিলকুশার হয়ে তৃতীয় বিভাগ ফুটবলে খেলা হাফিজ বিমানবাহিনীর ট্রেনিংয়ের বাধ্যবাদকতা থাকায় নিয়মিত হতে পারেননি ফুটবলের আঙিনায়।

দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট হাফিজের পরিশ্রমী মানসিকতায় মুগ্ধ উত্তর বারিধারা কোচ আলফাজ আহমেদ। তার মতে, চাকরি আর ফুটবলের দোটানায় তরুণ ডিফেন্ডারের ‘শিক্ষা জীবন’ থেকে হারিয়ে গেছে বেশ কয়েকটি মূল্যবান বছর। পরিপূর্ণ সেন্টার-ব্যাক হতে হলে হাফিজকে ঘাম ঝরাতে হবে অনেক।
“ওর শারীরিক গঠন ভালো। পরিশ্রমও করতে পারে বেশ। আমার অধীনে প্রতিদিন পরিশ্রমও করছে। গতি আছে। ঘাটতিগুলো পুষিয়ে নিতে অনেক পরিশ্রম করতে হবে ওকে। তা না করলে অনেক সময় লেগে যাবে।”
হাফিজও বুঝছেন সময় বেশি নেই হাতে। দেশের মধ্যে প্রিয় ডিফেন্ডার তপু বর্মনের মত হতে হলে, জাতীয় দলে খেলবে ছেলে-বাবার এই স্বপ্ন পূরণ করতে নষ্ট করা যাবে না এক মিনিটও। তাই করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবাই যখন কার্যত ঘরবন্দি, তখন ফিটনেস ধরে রাখতে বিমানবাহিনীর জিমনেশিয়ামে প্রতিদিন ছুটছেন হাফিজ। ঝরাচ্ছেন ঘাম।
“বাবার স্বপ্ন আমি যেন ভালো একজন ফুটবলার হই। জাতীয় দলে খেলি। আমারও প্রচণ্ড ইচ্ছা জাতীয় দলে খেলার। গত মার্চে বিমানবাহিনীর তিন বছরের ট্রেনিং শেষ হয়েছে। তাই এখন আর ট্রেনিংয়ের ব্যস্ততা নেই। স্বপ্ন পূরণের জন্য পুরোদমে অনুশীলন করছি।”
সর্বাধিক পঠিত
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন