করোনাভাইরাস: ‘যুদ্ধ-পরবর্তী’ সময় নিয়ে চিন্তিত আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2020 06:17 PM BdST Updated: 04 Apr 2020 06:44 PM BdST
করোনাভাইরাসের ছোবলে আজ বিপর্যস্ত পুরো বিশ্ব। নিশ্চিতভাবে সঙ্কটময় এ সময় শেষের অপেক্ষায় দিন গুণছে পৃথিবীর মানুষ। তবে সৃষ্ট সমস্যা যে খুব সহজে পিছু ছাড়বে না, সে বিষয়ে নিশ্চিত কার্লো আনচেলত্তি। মহামারী কভিড-১৯ সমাজের ওপর দীর্ঘমেয়াদী যে ছাপ ফেলে যাবে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন ইতালিয়ান এই কোচ।
করোনাভাইরাসের আঘাতে নাজেহাল সময়কে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন আনচেলত্তি। আর এর পরবর্তী সময়টা ‘যুদ্ধ পরবর্তী’ কঠিন সময়ের মতো হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ইংলিশ ক্লাব এভারটনের কোচ আনচেলত্তি কঠিন এ সময়ে ইংল্যান্ডে আছেন। অন্যখানে থাকলেও নিজ দেশ ইতালিতে কি ঘটছে, তা নিয়মিত খবর রাখছেন তিনি।
“করোনাভাইরাসের আঘাতে পৃথিবী পাল্টে যাচ্ছে। কারোর জন্যই এটা আগের অবস্থায় ফিরে যাবে না। এটা যুদ্ধের মতো এবং এরপর হবে যুদ্ধ-পরবর্তী সময়।”
অতি সংক্রামক এই ভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইতালিতে। প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন সংক্রমিত হচ্ছে, প্রাণ হারাচ্ছে শয়ে শয়ে। দেশের মানুষের এমন কষ্ট পীড়া দিচ্ছে আনচেলত্তিকে।
“আমি চিন্তিত কারণ, এই ভাইরাস এখনও ইতালিতে প্রতিদিন ৬০০ এর বেশি মানুষের প্রাণ নিচ্ছে। আমার দেশের মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, যা শোনাটা ভীষণ কষ্টের।”
ইতালিতে এ পর্যন্ত প্রায় এক লাখ ২০ হাজার মানুষ করোনাভাইরানে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ১৪ হাজার।
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
-
১১ বছর পর সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
-
অ্যাস্টন ভিলার গোলরক্ষককে আক্রমণ, ক্ষমা চাইল সিটি
-
বিদেশি কোচদের মধ্যে ইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন গুয়ার্দিওলা
-
হেরেও ইউরোপা লিগে ইউনাইটেড
-
চোটে ছিটকে গেলেন দীর্ঘদিন পর ফেরা হেমন্ত
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা