কাকার চোখে রোনালদোর চেয়ে এগিয়ে মেসি

একই দলে খেলায় ক্রিস্তিয়ানো রোনালদোকে খুব কাছ থেকে দেখেছেন, আর লিওনেল মেসিকে পেয়েছেন প্রতিপক্ষ হিসেবে। দুজনের মধ্যে সেরার প্রশ্নে কাকে বেছে নেবেন আরেক বর্ষসেরা ফুটবলার কাকা? জবাবে ব্রাজিলের সাবেক এই আক্রমণাত্মক মিডফিল্ডার অবশ্য সাবেক সতীর্থ নয়, প্রতিপক্ষ মেসিকেই এগিয়ে রাখলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 10:19 AM
Updated : 4 April 2020, 10:20 AM

২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন কাকা। ওই মৌসুমেই লা-লিগার সফলতম দলটিতে নাম লেখান রোনালদো। সেসময় পর্তুগিজ তারকার খেলা কাছ থেকে দেখেন কাকা, খেলেন এক সঙ্গে। তবে ইনস্টাগ্রামে ফিফার সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ২০০৭ সালের ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জয়ী কাকা সেরার প্রশ্নে এগিয়ে রাখলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে।

“আমি ক্রিস্তিয়ানোর সঙ্গে খেলেছি এবং সে সত্যিই অসাধারণ, কিন্তু আমি মেসিকেই বেছে নিব। সে জিনিয়াস, নিখাদ প্রতিভা। তার খেলার ধরন অবিশ্বাস্য।”

“ক্রিস্তিয়ানো মেশিন। সে কেবল শক্তিশালী ও দ্রুতগতির, তা নয়; সে মানসিকভাবেও শক্তিশালী। সত্যি কথা বলতে, সে সব সময় জিততে চায় ও খেলতে চায়। সে সেরা হতে চায়। আমার কাছে তার এই বিষয়গুলো অসাধারণ।”

“খেলাটির ইতিহাসে তারা অবশ্যই সেরা পাঁচে থাকবে। আমরা ভাগ্যবান যে দুই জনের খেলাই দেখতে পেরেছি।”