ফুটবলাররা আগে থেকেই ক্লাবের পাশে দাঁড়াতে প্রস্তুত ছিল: সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2020 09:29 PM BdST Updated: 03 Apr 2020 09:29 PM BdST
করোনাভাইরাসের প্রভাবে খেলাধুলা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে বিশ্বের প্রায় সব ক্লাব। জরুরি পরিস্থিতিতে ক্লাবের পাশে দাঁড়াতে দলের ফুটবলাররা আগে থেকেই বেতন কম নেওয়ার জন্য প্রস্তুত ছিল বলে জানিয়েছেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস।
সংকটময় অবস্থায় আর্থিক ধাক্কা কিছুটা কাটিয়ে উঠতে খেলোয়াড়দের বেতনের ৭০ শতাংশ কেটে নেওয়া হবে বলে গত সোমবার জানায় বার্সেলোনা। এর কদিন আগে গণমাধ্যমে খবর আসে, খেলোয়াড়রা এই বেতন কাটার সিদ্ধান্তে এমকত নয়। এতে সমালোচনার মুখেও পড়তে হয় তাদের।
বার্সেলোনার বিবৃতির আগে ওই দিনই এক ইনস্টাগ্রাম বার্তায় দলের খেলোয়াড়দের নিয়ে ওঠা এমন গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। পরের দিন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউও নিশ্চিত করেন যে খেলোয়াড়দের কাছ থেকেই প্রস্তাব এসেছিল বেতন কাটার ব্যাপারে।
এবার একই কথা বললেন চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা সুয়ারেসও।
“এটা খারাপ লাগার, কারণ আমরাই প্রথমে (বেতন কম নেওয়ার বিষয়ে) একটা চুক্তিতে পৌঁছাতে চেয়েছিলাম।”
“বিশ্বব্যাপী যা ঘটছে, এ সম্পর্কে আমরা সচেতন। আমরা জানি, ক্লাবের আয়ের অবস্থা কী এবং বিশ্বে কী ঘটছে। কিন্তু একটা সময় আসল এবং কথা শুরু হলো; আমরা খেলোয়াড়রা বুঝতে চাচ্ছি না: হ্যান্ডবল খেলোয়াড় ও আর সবাই চুক্তিতে পৌঁছালেও আমরা সমঝোতায় আসিনি।”
“আমরা সমঝোতায় আসিনি কারণ, আমরা সবচেয়ে ভালো সমাধানের অপেক্ষায় ছিলাম, যেন ক্লাব ও আমরা লাভবান হতে পারি। যারা কঠিন সময় পার করছে, তাদেরও যেন সাহায্যে আসতে পারি।”
গত জানুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে আছেন সুয়ারেস। পুরোপুরি সুস্থ হয়ে তার ফিরতে চার মাসের মতো লাগতে পারে বলে তখন জানানো হয়েছিল।
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ১৯ মে ২০২২)
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর