বেলজিয়ান লিগ বাতিল হলেও চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাতিল হতে যাচ্ছে বেলজিয়ান প্রো লিগ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় ক্লাব ব্রুজকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 02:51 PM
Updated : 2 April 2020, 02:53 PM

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কভিড-১৯ মহামারী আকার ধারণ করায় এই প্রথম বড় কোনো ইউরোপিয়ান লিগ বাতিল হতে যাচ্ছে।

লিগ স্থগিত হওয়ার সময় এবারের আসরে বাকি ছিল কেবল একটি রাউন্ড। চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য প্লে-অফ হওয়ার কথা ছিল।

তবে লিগের পরিচালনা পর্ষদ লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং তা সাধারণ পরিষদে সুপারিশ করেছে। রেলিগেশন ও প্রমোশনের বিষয়গুলো নিয়ে কাজ চলছে। ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সবকিছু ঘোষণা করা হবে।

দ্বিতীয় স্থানে থাকা হেঙ্কের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে এবারের লিগে শীর্ষে আছে ক্লাব ব্রুজ।