‘কঠিন পরিস্থিতিতে সহায়তা করতে ফুটবলাররা নৈতিকভাবে বাধ্য’

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেক ফুটবলার। তবে এটা যে জনসম্মুখে ঘোষণা দিয়ে করতে হবে, তা মনে করেন না হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মতে, কঠিন পরিস্থিতিতে সহায়তা করতে ফুটবলাররা নৈতিকভাবে বাধ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 04:13 PM
Updated : 1 April 2020, 04:13 PM

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ রয়েছে প্রায় সব খেলা। সঙ্কট মোকাবেলায় আর্থিক অনুদান দিচ্ছেন অনেক ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে লাইভে এসে মাসচেরানো বলছেন, এরকম পরিস্থিতিতে ফুটবলারদের সহজ লক্ষ্য বানানো হয়।

“ফুটবলাররা সম্ভবত সহজ লক্ষ্য, কারণ তাদের অর্থনৈতিক বিষয় নিয়ে প্রায়ই কথা বলা হয়। খেলোয়াড়রা এখন সহযোগিতা করতে নৈতিকভাবে বাধ্য। এটা পরিষ্কার যে, এরকম পরিস্থিতিতে আমাদের সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।”

“খেলোয়াড়রা কোথায় অথবা কী সাহায্য করছে, তা বলার দরকার নেই। আমি বিভিন্ন সংস্থাকে সাহায্য করেছি, আমি চাইনি তা মিডিয়াতে আসুক। এটা আমাদের হৃদয় থেকে আসতে হবে এবং আমাদের প্রত্যেককে আত্মিকভাবে কাজটা করতে হবে।”