কোমা থেকে ফেরা নুরির সঙ্গে চুক্তি বাতিল করল আয়াক্স

প্রায় তিন বছর পর কোমা থেকে ফেরা আব্দেলহক নুরির সঙ্গে চুক্তি বাতিল করেছে আয়াক্স। স্বয়ংক্রিয়ভাবে চুক্তির মেয়াদ এক বছর বেড়ে যাওয়া ঠেকাতে ডাচ ক্লাবটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমের খবর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 03:09 PM
Updated : 1 April 2020, 03:09 PM

২০১৭ সালের জুলাইয়ে ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে মৌসুম-পূর্ব প্রস্তুতি ম্যাচে খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন নুরি। লুটিয়ে পড়েন মাঠেই। চিকিৎসকরা সতর্ক করে দিয়ে জানান, মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হওয়ায় তরুণ ডাচ খেলোয়াড় কখনও পুরোপুরি সেরে উঠবেন না।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নুরি। আপি নামে পরিচিত এই তরুণ খাচ্ছেন-ঘুমাচ্ছেন-জেগে উঠছেন, কিন্তু বিছানা থেকে উঠতে পারছেন না। 

২ বছর ৮ মাস ১৯ দিন কোমায় থাকা নুরিকে এখনও সাহায্য করে যেতে চায় আয়াক্স। এটা অব্যাহত রাখতে পরিবর্তন আনতে চায় শর্তে।

আয়াক্সের চুক্তি নবায়ন বা বাতিল করতে হয় ১ এপ্রিলের আগে। এর কোনোটাই না করলে শেষ হয়ে যাওয়া চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ১ বছরের জন্য বেড়ে যায়। সেটা ঠেকাতেই ২২ বছর বয়সী নুরির সঙ্গে চুক্তি বাতিল করল ক্লাবটি।