করোনাভাইরাস: সন্তানদের নিয়ে বাংলাদেশকে জেমির ভিডিও বার্তা

বাফুফের অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগে সামিল হয়েছেন এরই মধ্যে। এবার নিজের সন্তানদের নিয়ে ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায় দেখালেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 11:08 AM
Updated : 1 April 2020, 11:08 AM

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেলাধুলা বন্ধ থাকায় ছুটি কাটাতে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে আছেন ডে। সেখান থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই ইংলিশ কোচ।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় দেখা যায়, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ এড়ানোর পরামর্শ দিচ্ছেন তিনি।

ভিডিও বার্তাও ডে করেছেন কিছুটা ফুটবল মাঠে শিষ্যদের অনুশীলন করানোর ছকের মতোই। শুরুতেই দেখা যায় বাংলাদেশের জার্সি পরা জেমির মেয়ে হাত ধোয়ার ভঙ্গি করে বলছে-২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এরপর ছোট ছেলে সরে গিয়ে বলছে-দুরত্ব বজায় রাখো। এরপর আরেকজনকে বলতে শোনা যায়-ঘরে থাক।