করোনাভাইরাস: দুঃস্থদের পাশে ‘জেমি অ্যান্ড কোং’

করোনাভাইরাসের কারণে চরম দুঃসময়ের মধ্যে পড়া অসহায়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রচেষ্টায় সামিল হয়েছেন কোচ জেমি ডে ও খেলোয়াড়রা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 06:45 AM
Updated : 1 April 2020, 06:45 AM

প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবে দুঃস্থ মানুষের এক বেলা খাবারের ব্যবস্থা করেছে বাফুফে। কদিন ধরে দুপুরে ফেডারেশন ভবনের সামনে থেকে এই খাবার দেওয়া হচ্ছে।

খেলা বন্ধ থাকায় বর্তমানে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে আছে ডে। সেখান থেকে খেলোয়াড়দের তদারকি করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নিয়মিত খোঁজ রাখছেন বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতিরও।

বাফুফের এক বেলা খাবার দেওয়ার উদ্যোগে ইংল্যান্ড থেকেই কোচের শামিল হওয়ার খবর দিয়েছে বাফুফে।

বিবৃতিতে বলা হয়, কভিড-১৯ রোগের জন্য দেশজুড়ে চলা লকডাউন ও বাজে পরিস্থিতিতে অসহায় মানুষদের দুপুরের খাবার দেওয়ার উদ্যোগে যোগ দিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে ও খেলোয়াড়রা। আজ দুপুরের খাবারের পৃষ্ঠপোষকতা করবে তারা।

এই উদ্যোগ চালুর সময়ই বাফুফে জানিয়েছিল যতদিন লকডাউন থাকবে, ততদিন চলবে। প্রতিশ্রুতি অনুযায়ী সেটা চালিয়ে যাওয়ার কথা আবারও জানিয়েছে তারা।