জুনে শেষ না হলে মৌসুম বাতিলের পক্ষে কেইন

দফায় দফায় বাড়ছে স্থগিতাদেশ। মৌসুম শেষ করা নিয়ে ক্রমেই বাড়ছে শঙ্কা। ইউরো ২০২০ এক বছরের জন্য পিছিয়ে যাওয়ায় লিগগুলো একটু বাড়তি সময় পেয়েছে। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন হ্যারি কেইন। টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড মনে করেন, অপেক্ষারও একটা সীমা আছে, অনির্দিষ্ট সময় ধরে অপেক্ষার সুযোগ নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 09:21 AM
Updated : 30 March 2020, 09:21 AM

ইংল্যান্ড অধিনায়কের মতে, ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম জুনের মধ্যে শেষ করা না গেলে বাতিল করা উচিত।

কভিড-১৯ রোগের প্রাদুর্ভাব কমাতে ইংল্যান্ডের সব ধরনের ফুটবল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে তাতে ১ মে থেকে খেলা শুরুর বাস্তবিক সম্ভাবনা খুব কম। উয়েফা প্রধান আলেকসান্দার চেফেরিন এরই মধ্যে চলতি লিগ মৌসুম বাতিলের শঙ্কা জানিয়েছেন। তার সঙ্গে একমত ইংলিশ স্ট্রাইকার কেইন।

“আমি জানি, মৌসুম শেষ করতে প্রিমিয়ার লিগ সবকিছু করবে। তবে একটা পর্যায়ে এসে বলতে হবে যথেষ্ট হয়েছে। সম্ভবত আমার কাছে সেই সীমা জুনের শেষ পর্যন্ত।”

“জুলাই অথবা অগাস্টে এবারের মৌসুম খেলে পরের মৌসুম পিছিয়ে দেওয়ার মধ্যে খুব বেশি লাভজনক কিছু দেখছি না।”