করোনাভাইরাস: আক্রান্ত ২০০২ বিশ্বকাপের তুর্কি তারকা

কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তুরস্কের সাবেক তারকা গোলকিপার রুস্তু রেচবের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 09:26 AM
Updated : 29 March 2020, 10:44 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার সাবেক এই ফুটবলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী ইসিল।

ইনস্টাগ্রামে ইসিল লিখেছেন, “আমি দুঃখের সঙ্গে বলছি, কভিড-১৯ রোগের চিকিৎসার জন্য আমার স্বামী রুস্তু হাসপাতালে আছে।”

দক্ষিণ কোরিয়া ও জাপানে হওয়া ২০০২ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রেচবের। সবাইকে অবাক করে দিয়ে সেবার টুর্নামেন্টের সেমি-ফাইনাল উঠেছিল তুরস্ক। তবে ব্রাজিলের বিপক্ষে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে যায় তাদের। তৃতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করে দলটি।

২০০৩-২০০৪ মৌসুমে বার্সেলোনার হয়ে খেলেছিলেন রেচবের। লা লিগার দ্বিতীয় সফলতম দলটির হয়ে এই তুর্কি তারকা খেলেন মাত্র সাত ম্যাচ।

২০১২ সালে ৩৯ বছর বয়সে অবসর নেন ১২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রেচবের।