করোনাভাইরাস: দুঃসময়ের কথা জানালেন দিবালা

করোনাভাইরাসে আক্রান্ত তারকা ফুটবলার পাওলো দিবালা সুস্থ হয়ে অনুশীলন শুরু করেছেন। বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে নিঃশ্বাস নিতে তার ভীষণ কষ্ট হচ্ছিল বলে জানিয়েছেন ইউভেন্তুসের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 08:46 AM
Updated : 28 March 2020, 08:46 AM

ইতালিয়ান সেরি আর সফলতম দলটির আরও দুই খেলোয়াড় করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ হয়েছিলেন-ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েল রুগানি ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। সেরি আর আরও অনেক খেলোয়াড় এই রোগে আক্রান্ত হয়েছেন।

ইউভেন্তুস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার নিজের সুস্থতার কথা জানান দিবালা।

“আমার উপসর্গগুলো বেশ কঠিন ছিল, তবে আজ আমি অনেক ভালো বোধ করছি। আমি এখন চলাফেরা করতে ও হাঁটতে পারি, অনুশীলনের চেষ্টা করছি। কিছুদিন আগে যখন এগুলো করার চষ্টা করতাম তখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পেশিগুলো ব্যথা করত।”

করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব জায়গায় সব ধরনের খেলাধুলা আপাতত বন্ধ আছে। গত ৯ মার্চ থেকে বন্ধ রয়েছে সেরি আ।