‘মেসির বিশ্বকাপ না জেতাটা হবে অন্যায্য’

লিওনেল মেসি বিশ্বকাপ জিততে না পারলে তা অন্যায্য হবে বলে মনে করেন আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2020, 12:20 PM
Updated : 27 March 2020, 01:22 PM

ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সবই জিতেছেন মেসি। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক শিরোপা নেই রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের নামের পাশে।

সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের নেতৃত্বে ২০১৪ বিশ্বকাপে রানার্সআপ হয় আর্জেন্টিনা। দ্বিতীয় সেরা হয়ে সন্তুষ্ট থাকতে হয় ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকায়ও।

আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৩ বছর বয়সী উস্তারি বর্তমানে খেলেন মেক্সিকোর একটি ক্লাবে। সম্প্রতি দেশটির একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে দেশের সর্বোচ্চ গোলদাতা মেসির সামর্থ্য নিয়ে সন্দেহ করার ব্যাপারে সতর্ক করেছেন তিনি।

“আমার কোনো সন্দেহ নেই যে, মেসি যদি বিশ্ব চ্যাম্পিয়ন না হয় তাহলে ফুটবলটা হবে অন্যায্য।”

“মেসিকে নিয়ে সন্দেহ করাটা বোকামি। তাকে ঘিরে বিষয়গুলো ভালো হতে পারে আবার নাও পারে। তবে আমি আপনাকে বলতে পারি, জাতীয় দলে যা ঘটেছিল সেই কারণে আমি তাকে একটা বাচ্চার মতো কাঁদতে দেখেছি।”