করোনাভাইরাস: বিশেষ জার্সি বিক্রি করে পিএসজির ২ লাখ ইউরো অনুদান

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত কর্মীদের সাহায্য করার উদ্দেশে বিশেষ জার্সি বাজারে ছাড়া পিএসজি দারুণ সাড়া পেয়েছে। দেড় হাজার জার্সি বিক্রি করে দুই লাখ ইউরো পেয়েছে ফরাসি ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2020, 10:59 AM
Updated : 27 March 2020, 10:59 AM

লিগ ওয়ান চ্যাম্পিয়নরা টুইটারে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। এর সব অর্থ খরচ করা হবে স্থানীয় স্বাস্থ্যসেবার কাজে, আগেই জানিয়েছিল ফরাসি ক্লাবটি।

জার্সিটি পিএসজির বর্তমান হোম জার্সির মতোই। পার্থক্য শুধু, মূল স্পন্সরের নামের জায়গায় ফরাসি ভাষায় লেখা ‘সবাই ঐক্যবদ্ধ’ সঙ্গে চিকিৎসকদের সমর্থনের একটি প্রতীক রয়েছে।

এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রতিদিন অসাধারণ ও সাহসী কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যসেবা দানকারীরা। এ জন্য ক্লাবটির সভাপতি নাসের আল-খেলাইফি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এখন পর্যন্ত ফ্রান্সে ২৫ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় এক হাজার ৩০০ জনের বেশি।