ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর পাশে স্প্যানিশ ফুটবল ফেডারেশন

করোনাভাইরাসের কারণে আর্থিক সঙ্কটে পড়া ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এজন্য ৫০ কোটি ইউরোর তহবিল চালু করতে যাচ্ছে সংস্থাটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 04:39 PM
Updated : 25 March 2020, 04:40 PM

কভিড-১৯ মহামারীর জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্প্যানিশ লা লিগা। ম্যাচ বন্ধ থাকায় যে ক্লাবগুলো টেলিভিশন স্বত্ত্বের অর্থ পাবে না তাদেরকে আর্থিক সহায়তা দেবে এই তহবিল।

মূলত ধার দিচ্ছে আরএফইএফ। পাঁচ বছরের মধ্যে এই অর্থ ফেরত দিতে হবে।

একই সাথে অপেশাদার পুরুষ ও নারী দলগুলোর জন্য ৪০ লাখ ইউরো ঋণের সুযোগও রেখেছে আরএফইএফ।

সারা বিশ্বে ইতালির পর করোনাভাইরাসে সবচেয়ে বাজে পরিস্থিতি তৈরি হয়েছে স্পেনে। সবশেষ তথ্যমতে দেশটিতে মারা গেছে তিন হাজার ৪৩৪জন। বিশ্বজুড়ে মৃত্যু সংখ্যা প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই।

এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য খাতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। প্রস্তাব দিয়েছে জাতীয় দলের হোটেল ব্যবহারের। এছাড়া দলের সাইকোলোজিস্ট, ফিজিওথ্যারাপিস্টসহ সকল স্টাফদের সহায়তাও চাইলে নিতে পারবে দেশটির স্বাস্থ্য বিভাগ।