করোনাভাইরাস: বেতন কম নিচ্ছেন লেভানদোভস্কিরা

করোনাভাইরাসের ছোবলে বন্ধ রয়েছে মাঠের খেলা। স্বাভাবিকভাবেই সেটার প্রভাব পড়েছে ক্লাবের আয়ের উৎসে। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় ও পরিচালকরা তাই সাময়িকভাবে তাদের বেতনের ২০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 02:51 PM
Updated : 25 March 2020, 02:53 PM

জার্মান ক্লাবটি জানিয়েছে, এতে করে করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া সঙ্কটের সময়ে ক্লাবের অন্যান্য কর্মচারীদের বেতন দিতে সুবিধা হবে।

গত সপ্তাহে দেশটির প্রথম ক্লাব হিসেবে বরুসিয়া মনশেনগ্লাডবাখের খেলোয়াড়রা তাদের বেতন কম নেওয়ার কথা জানায়। 

বুন্ডেসলিগার আরেক দল বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রাও একই সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছে ক্লাবটি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে চলছে অচলাবস্থা। গত ৮ মার্চ থেকে বুন্ডেসলিগায় কোনো খেলা হয়নি।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি ১০ লাখ ইউরো দান করেছেন। তার ক্লাব সতীর্থ লেয়ন গোরেটস্কা ও জসুয়া কিমিচ ‘উইকিককরোনা’ হ্যাশট্যাগে একটি ক্যাম্পেইন চালু করেছেন। সেখানে জার্মানির এই দুই ফুটবলার দান করেছেন পাঁচ লাখ ইউরো করে।

জার্মানিতে বুধবার পর্যন্ত ৩১ হাজার ৫৫৪ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৪৯ জন।