অসহায়দের জন্য ফেদেরারের ১০ লাখ ফ্রাঁ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। সুইজারল্যান্ডে সবচেয়ে নাজুক অবস্থায় পড়া পরিবারগুলোর জন্য ১০ লক্ষ সুইস ফ্রাঁ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্ত্রী মিরকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 01:01 PM
Updated : 25 March 2020, 02:18 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার এই সিদ্ধান্তের কথা জানান ফেদেরার।

“প্রত্যেকের জন্য এটা চ্যালেঞ্জিং সময়…মিরকা ও আমি ব্যক্তিগতভাবে সুইজারল্যান্ডের সবচেয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর জন্য ১০ লক্ষ সুইস ফ্রাঁ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই অবদান শুরু মাত্র। আমরা আশা করি, অন্যরা প্রয়োজনে আরও বেশি পরিবারের সহায়তায় এগিয়ে আসবে। সবাই মিলে আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারি। সুস্থ থাকুন।”

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়াঙ্গনের অনেকেই এগিয়ে আসছেন। এরই মধ্যে সাহায্যের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ, পেপ গুয়ার্দিওলাসহ অনেকে।

পিছিয়ে নেই বাংলাদেশের তারকা অ্যাথলেটরাও। নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সচেতন করার চেষ্টা করে চলেছেন মাশরাফি-তামিম-মুশফিকরা। ঘোষণা দিয়েছেন আর্থিক সহায়তারও।