ইপিএলের মৌসুম বাতিল করা উচিত: ফার্ডিনান্ড

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ থাকা প্রিমিয়ার লিগ মৌসুম বাতিল করা উচিত বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। সাবেক এই সেন্টার-ব্যাকের ভাবনা বাস্তবায়ন হলে লিভারপুলের ৩০ বছরের লিগ শিরোপার অপেক্ষা আরও বাড়বে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 06:05 PM
Updated : 24 March 2020, 06:05 PM

এ মাসের শুরুতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগসহ সব ধরনের ফুটবল নিষিদ্ধ করে ইংল্যান্ড। পরে অবস্থা অবনতির দিকে যাওয়ায় অন্তত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ফুটবল বন্ধের ঘোষণা দেয় দেশটি।

লিগে এখনও ৯ রাউন্ডের খেলা বাকি, শিরোপা দৌড়ে ২৫ পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল। দলটির সমর্থকদের তোপের মুখে পড়তে হবে জেনেও লিগ বাতিলের পক্ষে মত দিলেন ইউনাইটেডে ১২ বছরের ক্যারিয়ারে ছয়টি লিগ শিরোপা জেতা ফার্ডিনান্ড।

“আমি কেবল মনে করি, প্রিমিয়ার লিগ বাতিল হওয়া উচিত। বাতিল করে দিন।”

“আমি জানি, অনেক লিভারপুল সমর্থক বলবে: ‘ওহ, রিও, কারণ তুমি তো ইউনাইটেডের হয়ে খেলতে।’”

“লিগ শেষ করার মত কোনো উপায় আমি দেখছি না, যে উপায়ে স্বাস্থ্যর ব্যাপারে কোনো আপস হবে না। সব খেলা যদি দর্শকশূন্য মাঠে হয়…তখনও সেখানে খেলোয়াড়দের থাকতে হবে, খেলোয়াড়রা কি সমাজের অংশ নন?”

“এমন খেলোয়াড় আছেন যারা…হয়ত এখনও পুরোপুরি সেরে ওঠেননি, অথবা কারো থেকে আক্রান্ত হলেন, এরপর তা অন্য খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে গেল। এটা ঠিক হবে না।”

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় কঠিন এই সময়ে ফুটবলের সব আবেগকে ভুলে থাকতে বললেন ৪১ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার।