মেসি-রোনালদো-নেইমার: সবচেয়ে বেশি আয় করা তিন ফুটবলার

আবারও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হতে যাচ্ছেন লিওনেল মেসি। তালিকায় বার্সেলোনা তারকার পরেই আছেন ইউভেন্তুসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। তৃতীয় স্থানে আছেন পিএসজির নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 10:41 AM
Updated : 24 March 2020, 11:06 AM

২০২০ সালে ফুটবলারদের সম্ভাব্য বাৎসরিক আয়ের হিসেবের এই তালিকা সোমবার প্রকাশ করে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন।

গণমাধ্যমটির হিসেবে চলতি বছর মেসির মোট আয় হবে প্রায় ১৩ কোটি ১০ লক্ষ ইউরো। এই হিসাব ধরা হয়েছে বেতন-ভাতা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অর্থ মিলিয়ে।

রোনালদো চলতি বছর আয় করতে যাচ্ছেন ১১ কোটি ৮০ লক্ষ ইউরো। ৯ কোটি ৫০ লক্ষ ইউরো আয়ে তার পরেই আছেন নেইমার।

গত বছরও সবচেয়ে বেশি আয় করা ফুটবলার ছিলেন আর্জেন্টাইন তারকা মেসি। পরের দুটি স্থানের নাম দুটিও ছিল একই; রোনালদো ও নেইমার।