মেসির মতো ১৯ বার জাগল করে দেখালেন জামাল

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে সময় কাটাচ্ছেন অনেক ফুটবলার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ থাকায় জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়াও ঘরবন্দী। ঘরে বসে হ্যাশট্যাগ ‘স্টে ইন হোম’ চ্যালেঞ্জে লিওনেল মেসির মতো ১৯ বার জাগল করে দেখালেন এই মিডফিল্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 10:49 AM
Updated : 22 March 2020, 10:53 AM

করোনাভাইরাস এড়াতে মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে নেওয়া এই উদ্যোগে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ভিডিও আপলোড করেছেন জামাল। বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসির মতো টয়লেট পেপার নিয়ে জাগল করে দেখান তিনি।

 

পোস্টে জামাল বার্তাও পাঠিয়েছেন দেশের মানুষের উদ্দেশে। লিখেছেন, “বাসায় থাকুন, নিরাপদ থাকুন, সক্রিয় থাকুন। কমেন্টস বক্সে হ্যাশট্যাগ ‘স্টে ইন হোম চ্যালেঞ্জে’ আপনার ভিডিও দিন।

করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে টয়লেট টিসু নিয়ে ১৯বার জাগল করে ভিডিও আপলোড করেছিলেন মেসি। দিয়েছিলেন এই চ্যালেঞ্জ নেওয়ার বার্তাও।