বার্সা মাঠে ফিরলেই 'ফিরবেন' সুয়ারেস

চোটের আঘাতে মাঠের বাইরে থাকা লুইস সুয়ারেসের মৌসুমের বাকি সময়ে খেলার জোরালো কোনো সম্ভাবনা ছিল না। তবে করোনাভাইরাসের কারণে লা লিগাসহ স্থগিত হয়ে আছে বিশ্বের প্রায় সব খেলাধুলা। তাই সমস্যা কাটিয়ে তার দল বার্সেলোনা যখন মাঠে ফিরবে তখন একই সঙ্গে খেলায় ফেরার আশা করছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 10:43 AM
Updated : 22 March 2020, 10:43 AM

গত জানুয়ারিতে হাটুর অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে আছেন ৩৩ বছর বয়সী এই তারকা। পুরোপুরি সুস্থ হয়ে তার ফিরতে চার মাসের মতো লাগতে পারে বলে তখন জানানো হয়েছিল।

তবে সম্ভাবনার চেয়ে দ্রুত সেরে উঠছেন বলে নিজেই জানিয়েছেন ২০১৯-২০ মৌসুমে ১৪ গোল করা সুয়ারেস।

“আমার সম্ভাব্য ফেরার সময়ে কিছুটা পরিবর্তন এসেছে। তবে তাড়াতাড়ি ফেরার ব্যাপারটা পরিষ্কারই ছিল।”

“আমার চিকিৎসক আমাকে বলছিলেন, আমি খুব (ভালো করছি) তাড়াতাড়ি সেরে উঠছি। এটি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব খেলায় ফেরার আশা দেখাচ্ছিল।”

“এখন পার্থক্যটা হলো, দল যখন ফিরবে, তখন আমিও খেলতে পারব।”

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে মারা গেছে ১৩ হাজারেরও বেশি মানুষ। ইউরোপে ইতালির পর সবচেয়ে বাজে অবস্থায় থাকা স্পেনে মারা গেছে এক হাজার ৩০০ এর বেশি।