করোনাভাইরাস: স্পেনে আক্রান্ত চাইনিজ ফুটবলার

যে দেশে প্রথম ছড়িয়েছিল নভেল করোনাভাইরাস, সেই চীনের ফুটবলার উ লেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনে। স্প্যানিশ ক্লাব এস্পানিওলের হয়ে খেলেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 01:26 PM
Updated : 21 March 2020, 01:26 PM

চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) শনিবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

“উ লেইয়ের শরীরে হালকা লক্ষণ আছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন উ লেই ও তার ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে। আমরা তার সুস্থতা কামনা করছি। ”

২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বার্সেলোনায় নিজের বাসায় আলাদা হয়ে আছেন, জানিয়েছে শিনহুয়া নিউজ এজেন্সি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা একমাত্র চাইনিজ ফুটবলার উ লেই। গত জানুয়ারিতে সাংহাই সিআইপিজি থেকে এস্পানিওলে যোগ দেন তিনি।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এস্পানিওলের প্রথম খেলোয়াড় নন। গত বুধবার ক্লাবটি জানিয়েছিল, তাদের ছয় ফুটবলার পজিটিভ হয়েছেন।