মের মাঝামাঝি ইউরোপিয়ান ফুটবল পুনরায় শুরুর লক্ষ্য

থমকে যাওয়া ফুটবল কবে গতি পাবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে মে মাসের মাঝামাঝি ইউরোপের শীর্ষ লিগ ও টুর্নামেন্ট পুনরায় শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 03:13 PM
Updated : 20 March 2020, 03:13 PM

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় সব ক্লাব ফুটবল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ইউরো এক বছর পিছিয়ে যাওয়ায় চলতি মৌসুমের ঘরোয়া লিগ সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে। এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন লা লিগা সভাপতি।

“৩০টি লিগ, ৩০টি কাপ টুর্নামেন্টে (করোনাভাইরাসের) প্রভাব পড়েছে। জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ের প্রতিটা সূচি সমন্বয় করতে হবে আমাদের।”

“মে মাসের মাঝামাঝি সময়ে আমাদের সকল ইউরোপিয়ান প্রতিযোগিতা ফেরানো উচিত। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আমরা এটিকে সামনে এগিয়ে আনতে পারি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার ইংল্যান্ড তাদের সব ধরনের ফুটবলের স্থগিতাদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, চলতি মৌসুম ‘অনির্দিষ্টকালের জন্য বাড়ানো’ যেতে পারে।